Mac Mini M4: ছোটো প্যাকেট বড়ো ধামাকা

mac mini m4

খুব অল্প সময়ের মধ্যেই অত্যধিক জনপ্রিয়তা লাভ করেছে Apple-এর তরফ থেকে সম্প্রতি রিলিজ হওয়া নতুন PC Mac Mini M4। কম্পিউটার জগতে ম্যাক মেশিন এর জনপ্রিয়তা প্রথম থেকেই অতুলনীয়। ম্যাক এর পারফর্মেস এবং রিলিয়েবিলিটি প্রথম থেকেই ক্রেতাদের আকর্ষণ করে রেখেছে, সেইসঙ্গেই নতুন আপডেটস এবং নতুন টেকনোলজির সাথে পারফরমেন্স সর্বদাই প্রথম সারিতে রাখে।

Mac Mini M4 কী?:

ওয়ার্ল্ড এর অন্যতম টেক জায়ান্ট Apple এর পক্ষ থেকে রিলিজ করে M সিরিজ এর সিলিকন চিপ এর চতুর্থ তম ভার্সন যেটি ব্যবহার করে একটি কম্প্যাক্ট পাওয়ারফুল PC তৈরি করা হয়েছে। ম্যাক এর পারফর্মেস এবং আপেল এর টেকনোলজির মিলিতভাবে এই ছোট্ট PC উদ্ভব যার নাম deoa হয়েছে Mac mini M4

Mac Mini M4 এর Specification:

বর্তমান হাই পারফরমেন্স কোনও pc র মতোই এর ক্ষমতাও অনেক যা এর কম্প্যাক্ট সাইজ এর সাথে একেবারেই মিল খায় না। প্রথমত, CPU হিসেবে ব্যবহার করা হয়েছে Apple এর লেটেস্ট M4 সিলিকন চিপ ১০কোর এর তার সাথে ১০ কোর এর GPU এর কম্বিনেশন। ৮ GB র ram এবং ২৫৬GB স্টোরেজ তারসাথে ১৬কোর এর Neural Engine। এই সবকিছুই চাহিদা অনুযায়ী আপগ্রেড এর অপসন রয়েছে।

Mac Mini M4 এর Price কত?:

Mac Mini M4 এর বাজার মূল্য রাখাহয়েছে ৫৯৯৯০ টাকা মাত্র। কিন্তু স্টুডেন্টদের জন্য স্পেশাল অফার এ এর প্রাইস রাখা হয়েছে ৪৯৯৯০ টাকা মাত্র।

Mac Mini M4 কি better :

বাজারে এই price এর যত PC কিংবা ল্যাপটপ রয়েছে তাদের মধ্যে সবচেয়ে ভালো স্পেসিফিকেশন এবং পারফরমেন্স এই কম্প্যাক্ট PC র। সেইসঙ্গে Apple এর ইকোসিস্টেম এবং Brand value তো রয়েছেই।সবমিলিয়েই এটা হয়ে উঠে ক্রেতাদের কাছে Best Buying Option।

How To Buy:

Apple এই product এর buying option Apple স্টোর, Apple Reselling Store, Ecommerce সাইট এবং Apple এর অফিসিয়াল site এ উপলব্ধ রয়েছে।

Visit Apple Site: Click Here

How To Get Discount:

Apple তার প্রোডাক্ট এ student কে সবচেয়ে বেশি ডিসকাউন্ট দিয়েথাকে, তাই আপনি যদি স্টুডেন্ট হন বা আপনার কাছে যদি স্টুডেন্ট id থাকে তাহলে আপনি স্টুডেন্ট offer এর জন্য এলিজিবল। তাছাড়া আপনি ক্রেডিট কার্ড দিয়ে যেকোন Apple রিসেলিং Store theke সর্বোচ্চ ডিসকাউন্ট লাভ করতে পারবেন।

Read more: Click

One thought on “Mac Mini M4: ছোটো প্যাকেট বড়ো ধামাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *