ভারতের সরকারি চাকরির নিয়োগের অন্যতম সংস্থা Staff Selection Comission এবার পরীক্ষার বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন করছে। SSC Exam বিগত কয়েক বছরের বিভিন্ন অভিযোগ এর পর এবার SSC তার নিয়োগ প্রক্রিয়ার কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে যা বর্তমানে মুখ্য আলোচ্ছ বিষয়।

SSC Exam interface পরিবর্তন:
বিগত বছরগুলিতে এসএসসি যেই Interface এ কম্পিউটার based টেস্ট চালিয়ে এসেছে এখন সেই ইন্টারফেস চেঞ্জ করে নতুন আরেক ইন্টারফেস এ নিয়োগ প্রক্রিয়া চালানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন ইন্টারফেস এর একটি খসড়া স্বরূপ মক টেস্ট এর লিঙ্ক জারি করা হয়েছে SSC এর পক্ষ থেকে যা থেকে পরিক্ষাথীরা আগে থেকেই বুজতে পারবে CBT এর ব্যাপারে। SSC Mock link: Click Here For Mock
AI এর ব্যবহার :
এবার থেকে নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি রুখতে সাহায্য নেওয়া হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর। মনেকরা হচ্ছে প্রশ্ন তৈরি থেকে শুরু করে ফাইনাল মেরিটলিস্ট তৈরি পর্যন্ত সব জায়গায় AI এর সাহায্য নেওয়া হবে জাতেকরে ত্রুটি এড়ানো যায়।
Exam Conducting Authority পরিবর্তন :
নিয়োগ প্রক্রিয়ায় আগে TCS নামক সংস্থা কেই সব দায়িত্ব দেওয়া ছিলো এবং অনেক এক্সাম সফল ভাবে পরিচালিত করেছে TCS। কিন্তু এবছর SSC সিদ্ধান্ত নিয়েছে সব দায়িত্ব সবার মধ্যে ভাগ করে দিবে তাই এবার এক্সাম কন্ডাকশন এর দায়িত্ব এবং পরিচালনার দায়ভার দুই আলাদা আলাদা কোম্পানি কে দিয়েছে এসএসসি।
আধার verification :
এবার ফর্ম ফিলাপ থেকেই এসএসসি পরিক্ষার্থীর আধার নম্বর ভেরিফাই করেনিয়েছে যা পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়াকে সচ্ছল করে তুলবে। নিয়োগ প্রক্রিয়ার মাঝে যাতে PROXY বা SCAM না হয় তা নির্ধারিত করা যাবে সকল পরিক্ষার্থীর আধার ডিটেইলস এবং বায়োমেট্রিক ডাটা ম্যাচ করে।
SSC দ্বারা গৃহীত সকল পদক্ষেপ দেখে বোঝা যায় তার সচ্ছল নিয়োগে সর্বদাই তৎপর
Read more article: Click
3 thoughts on “SSC Exam Big Change Update 2025”