SSC Big Mistake: SSC Exam Cancelled 2025

আজ স্টাফ সিলেকশন কমিশনের ২০২৫ এর নতুন vendor এর প্রথম দিনের প্রথম শিফট এর পরীক্ষা cancel হয়ে গেছে। SSC Exam Cancelled due to mismanagement in examination centre।

SSC Vendor Change:

এসএসসি তার পরীক্ষা পরিচালনার দ্বায় ভার টিসিএস এর কাছ থেকে নিয়ে নতুন এক সংস্থা কেপ্রদান করেছে। কিন্তু পরীক্ষা পরিচালনার প্রথম দিনেই তারা এতটাই ব্যার্থ যে SSC আজ পরীক্ষার shift টাই cancel করতে হয়েছে।

ssc exam cancelled

বিগত বছরগুলিতে এসএসসি যেভাবে সচ্ছল ভাবে নিয়োগ প্রক্রিয়া চালিয়েছে তাতে পরিক্ষার্থী থেকে শুরুকরে সকলেই প্রসন্ন ছিলো। কিন্তু এবার হটাৎ করে নতুন এক কোম্পানি কে দায়ভার দেওয়ায় সকলেই চমকিত হয়েছেন, তবে তারা এই আশ্বাস ও রেখেছিলেন যে SSC এবার আর কোনও অভিযোগ এর সুযোগ দেবে না। কিন্তু প্রথম দিনের প্রথম শিফটেই পরীক্ষা ক্যানসেল করতে হয়েছে SSC কে বিভিন্ন অভিযোগ এর কারণে

Late Entry :

পরিক্ষার্থী দের অভিযোগ যে তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা centre এ প্রবেশ করানো হয়নি। Reporting time এর অনেক পরে তাদের exam centre এ প্রবেশ করানো হয়েছে।

এসএসসি সাইট: ক্লিক করুন

System Issue:

পরীক্ষা চলাকালীন পরিক্ষার্থী দের অভিযোগ যে তাদের সিস্টেম slow hoye গিয়েছিল এবং কোনও কোনও সিস্টেম আবার কাজ করছিলনা। কোথাও আবার server issue বা glitch ও দেখা গিয়েছে যা পরিক্ষার্থী দের বিভিন্ন অসুবিধায় ফেলেছে।

Harassment after exam :

পরীক্ষা শেষ হওয়ার পর কোনও কোনও centre এ বায়োমেট্রিক এর সমস্যা বা সার্ভার এর সমস্যা হচ্ছিল যার কারণে পরিক্ষার্থীদের ১ঘণ্টা পর্যন্ত বসিয়ে রাখা হয়েছে। তাছাড়াও পরীক্ষা চলাকালীন ওয়েব ক্যামেরার সমস্যার ও অভিযোগ রয়েছে।

সবমিলিয়ে বোঝা যাচ্ছে বেপরোয়া ম্যানেজমেন্ট এবং সঠিক প্রস্তুতি না থাকার প্রমাণ দিয়েছে যা পরবর্তী shift গুলিতে প্রভাব ফেলবে কিনা দেখার বিষয়।

Read More : ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *